রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

শেখ মো. জহির উদ্দিন পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন মো. কপিল উদ্দিন বেলাল



কমলকুঁড়ি রিপোর্ট


বাংলাদেশ বিজনেস কাউন্সিল সংযুক্ত আরব আমিরাত এর সহ-সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কপিল উদ্দিন বেলাল সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ আসেন।
তিনি পর্যটন নগরী কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আসলে বাংলাদেশ বিজনেস কাউন্সিল সংযুক্ত আরব আমিরাত এর অর্থ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শেখ মোঃ জহির উদ্দিন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার কমলগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভে পরিদর্শন শেষে সম্মাননা স্মারক গ্রহণকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, দৈনিক অবজারভার কমলগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন শুভ সহ আরো অনেকে।
পরে কপিল উদ্দিন বেলাল কমলগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
এদিকে শেখ মো. জহির উদ্দিন প্রবাস থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।