বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জের আদমপুরে ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত



 


কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সামাজিক সম্প্রীতির কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে আদমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন এর সভাপতিত্বে ও রনজিত অধিকারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান।
আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কুতুব খান, এসআই পবিত্র শেখর দাস, আওয়ামীলীগ নেতা হাজির বক্স, সাংবাদিক শাব্বীর এলাহী, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, পদ্মমোহন সিংহ, ইউপি সদস্য আব্দুল গফুর এবং পুজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সদস্য, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।