শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

গুড নেইবারস বাংলাদেশ এর বিজ্ঞান মেলা



কমলকুঁড়ি রিপোর্ট

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) কমলগঞ্জ উপজেলার আদমপুরের নয়াপত্তনস্থ গুড নেইবারসের কার্যালয়ের সম্মুখস্থ মাঠে একে বাংলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় ৪টি ষ্টল বসে। ষ্টলে ৬ষ্ট শ্রেণির এ শাখা ১টি, বি শাখা ১টি, ৭ম শ্রেণি ১টি ও ৮ম শ্রেণি ১টি ষ্টল ছিল।
পরে এক আলোচনা সভা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক রোমিও রতন গোমেজ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী, একে বাংলা স্কুলের একাডেমিক কাউন্সিল একে বাংলা স্কুলের সভাপতি শাপলা বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ এর কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের চিন্তা চেতনা উপস্থাপন করে অতিথিদের কাছে। অতিথিরা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন।
পরে প্রদর্শনী ষ্টল ৬ষ্ট শ্রেণির বি শাখাকে প্রথম হওয়ায় পুরষ্কার প্রদান করা হয়। অন্যান্য ষ্টলকেও পুরষ্কার প্রদান করা হয়।