রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত




কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায়
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ধর্মীয় সংগঠন ও বাড়িতে শ্রীশ্রী সরস্বতী পূজা আড়ম্বরে অনুষ্ঠিত হয়।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন ভক্তরা।
শনিবার ৫ ফেব্রুয়ারি সকাল থেকে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়িতে বাড়িতে শিক্ষার্থী ও পুজারীরা পূজা মন্দিরে ভিড় জমাতে থাকে। জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানায় তারা। পূজা চলাকালীন সময় উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজামন্ডপ।
কমলগঞ্জের লক্ষীপুর সনাতনী সংঘ, শ্রীশ্রী রাধাকৃষ্ণ সনাতনী যুব ফোরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলের দ্বারিকাপাল মহিলা কলেজ, রামকৃষ্ণ মিশন, ছাত্রবল যুব সংঘ, পরম যুব সংঘ, জ্ঞান মুদ্রা যুব সংঘসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনে শ্রীশ্রী সরস্বতী দেবীর রাতুল চরণে যথাযোগ্যভাবে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।