বুধবার, ৮ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে মানববন্ধন




কমলকুঁড়ি রিপোর্ট
প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে ভাড়াউড়া চা বাগানের ভিতর দিয়ে পাকা রাস্তা নির্মাণ বন্ধের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালন করে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি (বৃহত্তর সিলেট অঞ্চল)।
সোমবার ২৮ জুন সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে শত শত চা শ্রমিকদের উপস্থিতিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির বৃহত্তর সিলেট বিভাগের পুন: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ।


সোসাইটির সাধারণ সম্পাদক পরিমল সিং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির জেলা শাখার সভাপতি ময়নুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোনায়েম খান, মুক্তিযোদ্ধা পরাগ বারইক, বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, সহকারি অধ্যাপক সুচিত্রা রায়, সুমন দেব, অঞ্জলী গৌড়, অনিল পাল, সুমন পাল প্রমুখ।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, পাকা রাস্তা হোক এটি আমরা চাই, কিন্তু ভাড়াউড়া চা বাগানের ভিতরে পাকা রাস্তা নির্মাণ করা হলে প্রাকৃতিক, পরিবেশ, বহু গাছগাছালী বিনষ্ট ও পশুপাখিদের আবাসস্থল হুমকির সম্মুখীন হবে। বক্তারা বিকল্প পথ অথবা ফ্লাইওভার রাস্তা করার দাবী জানান।