মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

নদী ও জীবন – র‌ফিকুল ইসলাম সরকার




হে নদ! ‌
হে নদী!
সৃ‌ষ্টি হ‌তে অনন্তকালাব‌ধি
সভ্যতা স‌ৃ‌ষ্টি‌তে
র‌য়ে‌ছো কৃ‌ষ্টি‌তে
চ‌লে‌ছো নিরন্তর ‌নিরব‌ধি

‌নিয়ত প্রবা‌হ‌
উষ্ণ তাপদা‌হে
শহর নগর গ্রা‌ম‌ে গ‌ঞ্জে
প্রশা‌ন্তি বর্ষাও,
বর্ষণে হর্ষাও
অশা‌ন্তি শোধি‌ছো পু‌ঞ্জে

বসুধায় বহ
স‌তেজ‌ে রাখ
প্রাণের স্পন্দন জাগানিয়া
ফু‌লের সুবা‌সে
ফ‌লের আবা‌সে
সা‌জাও কান‌নে বসু‌নিয়া

সুজলা সুফলা
শস্য শ্যামলায়
পাহা‌ড়ে শোভি‌ছো বৃ‌ক্ষে
সবু‌জ‌ে স্নিগ্ধতায়
রূ‌পের মুগ্ধতায়
র‌স রূ‌পে বহ অন্তরী‌ক্ষে

হলাহ‌লে ভাসাও
জীবানু নাশাও
চিতা ভষ্ম জ‌লে বহি‌ছো
প‌লি বিছা‌য়ে
বী‌জে জীবা‌য়ে
ম‌হৌষ‌ধি রূ‌পে ফ‌লি‌ছো

নদী নদীর পথ
জীবিকার রথ
জীবের জীব‌ন প্রেরণায়
অধর্ম অকর্মে
অশু‌চি অবর্ণ‌ে
নিত্য কল্যাণ কামনায় ।

(ছড়াকার, কবি, কলা‌মিস্ট, উন্নয়ন কর্মী)

(ফেইসবুক থেকে সংগ্রহ)