বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মহাসংকটে এ ধরণী —-আব্দুল হান্নান চিনু



চন্দ্রর নিজের আলো নেই সূর্য থেকে আলো ধার করে রাতে জুৎস্না দেয়, পৃথিবীকে আগের মতো আলো দিতে পারেনা। সূর্যের তেজ ও দূর্বল হয়ে গেছে করোনাকে ধ্বংস করতে পারছেনা। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে সাগর এর উচ্চতা বৃদ্ধি হচ্ছে, বরফের পাড়ালে লুকিয়ে আছে অতিভয়ংকর জীবানু যা কোটি কোটি বছর ধরে বরফের মাঝে বেচেঁ আছে, বরফ গলার কারণে জীবাণুগুলী বাহির হয়ে হয়তো এই সেই করোনা ভাইরাস। পৃথিবীতে তিনভাগ পানি একভাগ স্থল বাকি সব বরফ যার হিসাব কেহ জানেনা কিন্তুু দুঃভাগ্য কিছু গবেষক বরফের মধ্যে কি আছে তা দেখার জন্য জাহাজ দিয়ে বরফের পাহাড়কে খন্ড খন্ড করে ফেলেছে যার জন্য বরফের হেজিংস হওয়ায় গলতে শুরু করেছে এতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, সাগরের উচ্চতা ও পানি গরম হয়ে গেছে যার জন্য সাগর কুলের জীবগুলো হুমকির সম্মুখীন। অন্যদিকে পাহাড় কেটে বন উজাড় করা হচ্ছে পৃথিবীতে গাছপালা আগের মতো নেই অক্সিজেন এর অভাবে সকল প্রাণীকুল আজ রুগাগ্রস্থ। পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রের ঝনঝনানি ও রক্তের হোলিখেলা নেই। শব্দ দূষণ, বায়ু দূষণ, কলকারখানার ময়লা আবর্জনা, দূষিত গ্যাস, অপরিকল্পিত ঘরবাড়ি, কলকারখানা নির্মাণ, ফসলে বা খাদ্যে বিষাক্ত ঔষধ ব্যাবহার করে এবং পুষ্টিহীনতার কারনে মানব দেহে রুগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে। মহামারি ক্যান্সার, হৃদরোগ ও লিভার রুগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অধিক জনসংখ্যা, খাদ্যের অভাব ইত্যাদির কারণে আমারা হুমকির সম্মুখীন হচ্ছি। বিজ্ঞানের কুফলে আজ চিন্তা করতে হচ্ছে ক্ষমতাধর রাষ্ট্র এখন জীবাণু অস্ত্র ব্যাবহার করে পৃথিবী ধ্বংস করতে যাচ্ছে ঠিক এমন সময় আসবে মোবাইল যন্ত্রটি একদিন মরণফাঁদ ও হতে পারে!! সবদিক চিন্তা করলে বলতে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। একটি জীবাণু যদি সারাবিশ্ব লকডাউন করতে পারে এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণহানী ঘটছে এবং আরও ঘটবে । ঠিক এভাবে চলতে থাকলে পৃথিবীর উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। প্রবাসি ও শ্রমিকরা যারযার দেশে চলে আসতে হবে। গরীব দেশগুলা অনাহারে, বিবস্ত্র, ও বিনাচিকিৎসায় মারা যেতে পারে। এরই মাঝে শুরু হয়ে গেছে দোষাদোষির পালা। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলেছে করোনা ভাইরাসটি উহানের তৈরী। বেইজিংক এর ব্যার্থতার জন্য ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এ বিষয়টি খুলাসা করার জন্য বলেছে যুক্তরাষ্ট্র ও বৃটেন। তবে চীন জানিয়েছে ভাইরাসটি উহানের গবেষণাগার থেকে ছড়িয়ে পড়ার কোন তথ্য পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। যুক্তরাষ্ট্র এরি মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেছে চীনকে সাহায্য বন্ধ করার জন্য। WHO বলেছে যদি যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত বর্তমান সময়ে নিয়ে থাকে তাহলে তা হবে আত্মঘাতী। পৃথিবী এতো উন্নত হয়েছে কিন্তু দীর্ঘ ৪ মাস হলো করোনা ভাইরাস কি রোগ তা এখনো নিন্মন করতে পারেনি। যদি এভাবে আরও কয়েক মাস চলতে থাকে তাহলে সকল দেশের উন্নয়নের সচল চাকা বন্ধ হয়ে যাবে। কথাটি একেবারে সত্য জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর বড়বড় নেতাদের সাথে আলোচনা করার পরেও কাজের কাজ কিছুই হয়নি। বিশ্বে ক্ষমতাসীন রাষ্ট্রের পেশীশক্তি, অস্ত্রের দাপট, হত্যাযোগ্য, জবরদখল, পাহাড় উজাড়, বৃক্ষ নিধন, অতিরিক্ত শব্দ দূষণ ইত্যাদি একটি কারণ। আমি যখন ভাবতে বসি তখন বারবার একটি প্রশ্ন আসে? আমরা তো সবাই অপরাধী কিন্তু পৃথিবীতে কোটি কোটি নিষ্পাপ শিশুরা রয়েছে তারা কি অপরাধ করলো?? অনেক সময় খুনিরা যুদ্ধজাহাজ ব্যবহার করেও শিশুদের কে নির্বিচারে হত্যা করে, তাদেরকে বন্দী করে নির্যাতন করে। দুষিতো আমরা শিশুরা নয় তারা কেন এতো ক্ষুদার্থ এতো অসাহায়। সিরিয়ার এক নির্যাতিত শিশু বলেছিল আমি আল্লাহর কাছে সব বলে দিব তাহলে কি কোটি কোটি নিষ্পাপ শিশুর পক্ষ থেকে এই শিশুর ফরিয়াদ সৃষ্টিকর্তা গ্রহণ করেছেন। অনেক সময় অনেক প্রশ্ন আসে কিন্তু তার সমাধান খুঁজে পাইনা কারণ মানুষ জাতি সবসময় একটু বেশি বোঝে। আসলে আমরা হলাম ষ্টুপিড তা কেউ বোঝেনা, আমিও না। প্রাণ বাঁচানোর জন্য আজ বিশ্বের সকল গৃহ ও ধর্মে, কর্মে, ব্যাবসা/ বাণিজ্যে তালা। এর জন্য দায়ী কে???? দায়ী হল মান+হুশ = মানুষ। পরিশেষে বলবো প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সবাই নিরাপদে থাকুন, সর্তক থাকুন, সচেতন থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, বাসায় থাকুন।

লেখক ও সাংবাদিক