শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

করোনা কাউকে করুনা করে না : রাস্তা ফেলে চলে গেল স্বজনা



কমলকুঁড়ি ডেস্ক রিপোর্ট
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শরীরে জ্বর থাকায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে স্বামী পরিত্যক্তা মানসিক ভারসম্যহীন এক নারীকে রাস্তায় ফেলে রেখে গেছে স্বজনরা। তার নাম রেনিস বেগম মালা (৪২)। তিনি ওই গ্রামের মৃত নুর হোসেন হাওলাদারের মেয়ে। রোববার রাতে রাঙ্গাবালী উপজেলার উনিশ নম্বর গ্রামে এ ঘটনা ঘটে। রাত থেকে সকাল পর্যন্ত খোলা আকাশের নিচে কাটান মালা।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান এবং রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মদ ওই নারীকে উদ্ধার করে খাবারসহ প্রাথমিক চিকিৎসা দেন এবং তার সৎ ভাই মো. জসিম উদ্দিন হাওলাদারের হাতে তুলে দেন।

স্বজনরা জানান, এরপর কোনো বোনের বাড়িতেই মাথা গোজার ঠাঁই হয়নি। এমনকি ভাইর ঘরেও জায়গা হয়নি থাকার। স্বজনদের ধারণা, মালার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। তাই জ্বরে উঠেছে। এ কারণে করোনাভাইরাস আতঙ্কে তাকে ঘর থেকে বের করে দেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানান, ঘটনাটি শুনে মালাকে উদ্ধার করে তার খাবারের ব্যবস্থা করা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে।