শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে সৌদি ফেরত রুবিনার লোমহর্ষক বর্ণনা




কমলকুঁড়ি রিপোর্ট
স্থানীয় দালালের লোভনীয় অফারে সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়ে দেশে মানসিক বিকারগ্রস্থ হয়ে বাড়ি ফিরেছেন মৌলভীবাজারের কমলগঞ্জের এক গৃহবধু তরুণী। গৃহবধুর স্বামী ফুল মিয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, চার পাঁচ দিন আগে বাড়ি ফিরে নির্যাতনের কথা বলতে গিয়ে জ্ঞান হারান তার স্ত্রী। উপজেলা প্রশাসনের সহযোগীতায় সৌদিআবর থেকে বেঁচে এসে নিজ বাড়ি ফিরে বীভৎস ও লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেন রুবিনা বেগম (২২) নামের ওই তরুণী। তিনি লোভনীয় প্রস্তাবে গৃহকর্মীর চাকরি নিয়ে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে গত ২৭ নভেম্বর দেশে ফেরেন। বাড়িতে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ২৮ নভেম্বর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হলেও অর্থের অভাবে পূরো চিকিৎসা না করিয়েই গত রোবববার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন রুবিনা। সৌদি ফেরত রুবিনা বেগমের বাড়ি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে বনগাঁও গ্রামের ফুল মিয়ার স্ত্রী। তার বাবার বাড়িও একই ইউনিয়নের রাজকান্দি গ্রামে। গত ৩ ডিসেম্বর মঙ্গলবার দুুপুরে স্বামীসহ রুবিনার বাবা ও মা কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের কার্যালয়ে এসে স্থানীয় দালাল ইউপি সদস্য মোস্তাফা মিয়ার বিচার চান। তখন মেয়েটি কোন কথা বলতে পারেনি। বোবার মতো চারদিকে চেয়ে দেখেছে। ইউএনও তাৎক্ষনিক সৌদি ফেরত রুবিনার উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির ব্যবস্থা করেন এবং আশ্বাস দেন স্থানীয় দালাল এর বিরুদ্বে আইনী পদক্ষেপ গ্রহণের।
এদিকে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে রুবিনার স্বামী ফুল মিয়া জানান, সরকার ও স্থানীয় প্রশাসনের সহায়তায় গত ২৭ নভেম্বর দেশে ফেরেন তার স্ত্রী। বাড়ি ফেরার পর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। টাকা রোজগারের আশায় গেলেও, একটি টাকাও দেশে পাঠাতে পারেননি তার স্ত্রী রুবিনা।
তিনি আরো বলেন, ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি গ্রামের সিদ্দেক আলীর মেয়ের সাথে সাত মাস আগে বিয়ে হয় ফুল মিয়ার। বিয়ের পর স্থানীয় ইউপি সদস্য ও মানবপাচারকারী মোস্তফা মিয়া সৌদিআরবের চাকুরির প্রলোভন দেখান। অভাবের সংসার থাকায় প্রলোভনে রাজি হয়ে সৌদিয়া রিক্রুটিং এজেন্সীর মাধ্যমে চলতি বছরের ২৮ এপ্রিল সৌদি আরবে পাড়ি দেন রুবিনা। তাকে সেখানে গৃহকর্মীর চাকরি দেওয়ার কথা ছিল থাকলেও ভিসা পেয়ে সৌদি আরবের দাম্মামে পৌঁছার পর এক পর্যায়ে তিনি জানতে পারেন, ৩-৪ লাখ টাকায় তাকে যৌনকর্মী হিসেবে বিক্রি করা হয়েছে। যৌনকাজে লিপ্ত না হলে তার ওপর চালানো হতো নানা নির্যাতন। একটি কক্ষ রেখে প্রতিদিন কয়েকজন তাকে যৌনকাজে বাধ্য করতো। এসময় জ্বলন্ত সিগারেট দিয়ে তার বুক ও স্পর্শকাতর স্থানও পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া তার হাত-পা ও উরুতে জখমের দাগ রয়েছে।
স্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, ‘প্রতিদিন দলবেঁধে চার-পাঁচজন মিলে তাকে ধর্ষণ করতো। তখন জ্ঞান হারিয়ে ফেলতেন রুবিনা। একপর্যায়ে সৌদি পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি আদম ব্যবসায়ী মোস্তফাকে জানালে সে এসব ‘মিথ্যা কথা’ বলে উড়িয়ে দেয়। স্থানীয় সাংবাদিক শাব্বির এলাহীকে জানালে তিনি নিয়ে যান কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের কাছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের মাধ্যমে উচ্চ পর্যায়ে যোগাযোগের পর ৬ মাস ২৬ দিন পর দেশে ফেরেন আমার স্ত্রী।’
রুবিনার বাবা সিদ্দেক মিয়া জানান, বার বার দালাল মোস্তফা কামালের কাছে মেয়ের খবর জানতে চেয়েছি। সে জানায় মেয়েটি সৌদির কারাগারে আছে। তিনি আরো অভিযোগ করেন, এই আদমবেপারী আমার মেয়ের সাথে এলাকার আরো কয়েকজন যুবতিকে বিদেশ পাঠিয়েছে। তিনি স্থানীয় এই দালালের বিচার দাবী করেন।
স্থানীয় আদমবেপারী ও ইউপি সদস্য মোস্তাফা মিয়ার সাথে এ ঘটনার বিষয়ে যোগযোগ করতে চাইলে (০১৭১১৩৯৯৫১২ ) মোবাইল ফোন রিসিভ করেননি।
বেসরকারী হাসপাাতল মুক্তি মেডিকেয়ার প্রাইভেট ক্লিনিকের ডা: সাধন চন্দ্র ঘোষ জানান, ভর্তিকৃত রুবিনার গোপন অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে পোড়া ও আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষতগুলো সারতে একটু সময় লাগবে। শারীরিক নির্যাতনের কারণে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, মেয়েটির স্বামী বিষয়টি জানালে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রনালয়কে জানানোর পর মেয়েটিকে উদ্ধার করে দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। তবে মেয়েটির মানসিক ও শারীরিক অবস্থা করুন। রুবিনার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ব্যবস্থা নেওয়া হবে। যে দালাল জড়িত তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহন করা হবে।