রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ভারতীয় সাহিত্যিক শিল্পী কুশলীদের সংবর্ধনা



কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে জওহরলাল নেহেরু মণিপুর ডান্স একাডেমী, ইষ্ফাল, মণিপুর ভারতের সাহিত্যিক শিল্প-কুশলীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখা এ আয়োজন করে।
সংসদের সভাপতি মাইবম বীরেন্দ্র কুমার সিংহ এর সভাপতিত্বে ও আওয়াংতাবম সমরেন্দ্র সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের জহরলাল নেহেরু মণিপুর ডান্স একাডেমীর ভাইস চেয়ারম্যান হিজম তোম্বী সিংহ, ভারতের ত্রিপুরা রাজ্যের মণিপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এল বীরমঙ্গল সিংহ, ভারতের মণিপুর ইউনিভার্সিটির প্রফেসর নহাকপ্রম অরুনা দেবী, লৈমরোল খোর্জৈাকালের সাধারণ সম্পাদক ওয়াহেংবম কুমারী চনু, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি একে শেরাম, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহবায়ক এল জয়ন্ত সিংহ।


সংবর্ধিত ব্যক্তি লৈমরোল খোর্জৈকোল মণিপুর এর সদস্য প্রফেসর এন অরুনা দেবী, খাঙেন্বম ইবেতোন দেবী, ঙাঙোম একাশিনী দেবী, ভুন্দোংময়ুম বীমাবতী, নেপ্রম মায়া দেবী, ওবুাহেংবম কুমারী দেবী, লোংজম সঙ্গীতা, মুতুম লৈরেনতোম্বী, অয়েকপম হোলনা। জহরলাল নেহেরু মণিপুর ডান্স একাডেমী সদস্য প্রফেসর এইচ তোম্বী সিংহ, শিল্পী পি বিলাস সিংহ, অ ডেবোলা দেবী, জি চন্দন দেবী, কাংজাম্বা সিংহ, সুনীল সিংহ, ত্রিপুরা সদস্য রঘুনাথ সরকার ও মিনা সিনহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এল ইবুংহাল সিংহ শ্যামল, থোঙাম প্রহলাদ, শিক্ষক সাজ্জাদুল হক স্বপন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নৃত্যে অংশগ্রহণ করেন টি এইচ পারুল দেবী, ডেবলা দেবী, পি বিলাস সিংহ, জি চন্দন দেবী।