রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লাউয়াছড়ায় গাড়ি চাপায় সজারুর মৃত্যু



কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে চলে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গত সোমবার মধ্যরাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানর প্রবেশ পথ সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় গাড়ি চাপায় ১টি সজারুর মৃত্যু হয়েছে।
জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটু সতর্ক হয়ে ধীর গতিতে যানবাহন চালানোর জন্য গাড়ি চালকদের নিয়ে সোমবার সকালে উদ্যানের ভিতরে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। সভায় বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বনকর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সর্তকতা সভার রাতেই সোমবার দিবাগত রাত ১২টায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে বিপন্ন প্রজাতির ১টি সজারু মারা যায়। ঘটনার খবর পেয়ে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা রাস্তা থেকে মারা যাওয়া সজারু উদ্ধার করে মাটি চাপা দেন। লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন ও লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন রাতে গাড়ি চাপায় বিপন্ন প্রজাতির ১টি সজারুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।