শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লন্ডনে শমশেরনগর এলাকার বাসিন্দাদের নিয়ে মিলন মেলা



কমলকুঁড়ি ডেস্ক : 

যুক্তরাজ্যে (লন্ডন) বসবাসরত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার   ঐতিহ্যবাহী শমশেরনগর এলাকার সকল বাসিন্দাদের নিয়ে এক মিলন মেলা রবিবার (১ সেপ্টেম্বর) পুর্ব লন্ডনের একটি হলে জাকজমক ভাবে অনুষ্ঠিত হয়।
শমসেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে’র উদ্দ্যোগে আয়োজিত এ মিলন মেলায় বিলেতের বিভিন্ন শহরে বসবাস কারী শমসেরনগর বাসীরা এতে উপস্থিত ছিলেন।

 

সংগঠনের সভাপতি ময়নুল ইসলাম খান এর সভাপতিত্বে   সাধারণ সম্পাদক সৈয়দ সরফ উদ্দিন রুমেল ও নিজাম উদ্দিন দরাছত আহমদের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে  অনুষ্ঠান শুরু হয়।

শমসেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে বিলেতে এলাকার প্রবীন গুণীজনদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে দেশের বিখ্যাত কন্ঠশিল্পী শমসেরনগর এর বাসিন্দা সেলিম চৌধুরী, সাবেক পুলিশ সুপার কয়ছর আহমেদ হায়দরি, কমলগঞ্জ উপজেলা  নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ওশ মশেরনগর ইউ পি চেয়ারম্যান জুয়েল আহমদের পাঠানো বানী পাঠ করেন দুই উপস্হাপক। মহান মুক্তিযুদ্ধে নিহত এলাকার সকল বীর মুক্তিযোদ্ধা সহ শমসেরনগর এর প্রয়াত সকলের সম্মানার্থে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এলাকার আর্থসামাজিক উন্নয়নে সংগঠনটি বিশাল ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা সংগঠনের এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন সমিজ আহমদ, এম এ রহিম দুদ মিয়া, এম এ কাইয়ুম, সৈয়দ নাজমুল ইসলাম, ফখর উদ্দিন চৌধুরী, আমিনুল ইসলাম, মনোয়ারা হাদি, জিল্লুল হক, সিরাজুল ইসলাম দিপক, আব্দুল হাদি, মাহবুবুর রহমান, নিয়াজ আহমদ হৃদয়, তরিকুর চৌধুরী শওকত, রিয়াজুর রহমান চৌধুরী ও রুহুল মুরসালিন প্রমুখ।

বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্য বক্তব্য রাখেন নাজমিন হক, মনওয়ারা আলী, মাছুমা হাদি ও জাহিদ দরাছত।

শেষ পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিলেতের স্বনামধন্য সংগীত শিল্পী নাছিমা কুইন, চ্যানেল স্টার শরীফ আহমদ, ময়না মিয়া, আব্দুল হাদি ও বাবু। নৃত্য পরিবেশন করেন নাঈমা হাদি।

সব মিলে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।