শুক্রবার, ৩ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমীতে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিকাল ৩ টায় আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মণিপুরি ললিতকলা একাডেমীর উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আশেকুল হক এর সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা প্রভাত চন্দ্র সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, নাট্যকার শুভাষিস সিনহা, কমলকুঁড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক শাহীন আহমেদ, গোবন্র্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিতা সিনহা, সাংবাদিক নির্মল এস পলাশ, মো: মোনায়েম খান, একাডেমীর প্রশিক্ষক সুপ্তা সিনহা প্রমুখ।

পরে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের চিত্রাংকন আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।