রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আদমপুরে বিএমইটি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট

Kamalgonj BMET Pic
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁওস্থ মণিপুরি কালচারাল কমপে¬ক্সে বিএমইটি বৃত্তি প্রদান অনুষ্ঠান গত শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ  প্রফেসর ড. মো: ফজলুল আলী।
বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি প্রধান শিক্ষক মো: আব্দুল মতিনের সভাপতিত্বে ও বামডো’র সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো: সেলিম, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: কাইযুম উদ্দিন, মণিপুরি মুসলমানদের ইতিবৃত্ত গ্রন্থের লেখক মো: আব্দুস সামাদ, জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মো: শাহাজ উদ্দিন। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো: হামিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী শিক্ষিকা বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক মো: শাহাব উদ্দিন, বিএমইটি’র উপদেষ্টা মো: খুরশেদ আলী, মো: আব্দুল মজিদ প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৯ সালের বিএমইটি বৃত্তিপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি ও ক্রেস্ট, স্কুল পর্যায়ে মেধাস্থান অধিকারীদের শিক্ষা উপকরণ প্রদান, ৫ জন শিল্পীকে উপহার এবং চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতিটি শ্রেণিতে সেরা ৩ জনসহ অংশগ্রহণকারী সকলকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।