শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা



কমলকুঁড়ি রিপোর্ট

চক্ষু শিবির, কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। সোমবার সকাল ১০টায় গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও পল্লী চিকিৎসক আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা সেবা শিবিরের উদ্বোধন করেন পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু।
চক্ষু চিকিৎসা শিবিরের আলোচনা পর্বে বক্তব্য রাখেন পতনউষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর, ইউনয়ন যুবলীগ সম্পাদক আবুল বশর জিল্লুল। চক্ষু চিকিৎসা সেবা শিবির পরিচালনায় সহযোগিতা করেন মাহিদুল ইসলাম, মনসুর খান, আব্দুল মোমিন, আনোয়ার খান, এনামুল সাকের, হোসেন জয় ও শাকিল আহমদ। বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের ডা. সুস্মিতা দেব, ডা. মোজাহের হোসেন, ডা. অনুপম পাল ও পিআরও মেডিক্যাল সহকারী হাফিজুর রহমান সহ¯্রাধিক চক্ষু রোগীকে দেখে সেবাপত্র প্রদানসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করেন। এছাড়াও পরীক্ষা নিরীক্ষা করে ছানি পড়া রোগীদের বাছাই করে পরবর্তী চিকিৎসা সেবা দানে মৌলভীবাজার চক্ষ হাসপাতালে পাঠানো হবে।