শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের রসুলপুর গ্রামের একটি পরিবারকে পাকা ঘর নির্মান করে দিল সোশ্যাল ক্লাব



 

কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজার সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে গত বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার গ্রামের অসহায় হতদরিদ্র একটি নওমুসলিম আব্দুর রহমানের পরিবারকে একটি পাকা ঘর নির্মান করে দেওয়া হয়েছে। ২৪ নভেম্বর শনিবার বিকালে পতনউষার ইউনিয়নের রসুলপুর গ্রামে গিয়ে মৌলভীবাজার সোশ্যাল ক্লাবের অন্যতম সদস্য আমেরিকা প্রবাসী শেখ সামছু তালুকদার অর্থয়ানে নির্মিত ঘরের চাবি ক্লাবের দেশীয় সদস্যগণ নওমুসলিম আব্দুর রহমানের হাতে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সোশ্যাল ক্লাবের দেশীয় সদস্য শামীম আহমদ, জুয়েল আহমদ, আব্দুল কাইয়ুম,তাজুল চৌধুরী, লিপন মিয়া (ইউপ সদস্য),মো:  রোসেব ও নজরুল ইসলাম প্রমুখ।

মৌলভীবাজার সোশ্যাল ক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়দ জিলাদুর রহমানের অনুপ্রেরণ ও সার্বিক সহযোগীতায় মৌলভীবাজার সোশ্যাল ক্লাব গেল বন্যায় পতনউষার ইউনিয়ন, সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী ও ঘর তৈরীর বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেছে।