শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে বাড়ির ছাদে বিষমুক্ত ফল ও সবজি চাষ



ঝলক দত্ত, শ্রীমঙ্গল :

03

শ্রীমঙ্গলে বাড়ির ছাদে বিষমুক্ত ফল ও সবজি চাষ করেছেন শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দস শুক্কুর। মাত্র তিন শতক জমির ওপর নির্মিত ভবনের ছাদে তিনি নানা প্রজাতির ফল ও সবজি গাছ লাগিয়ে গড়ে তুলেছেন একটি সবজি বাগান। শহরের রবার্ট হল সড়কের বাসিন্দা আব্দুস শুক্কুর জানান, ছোট বেলা থেকেই কৃষি কাজের প্রতি আমার আগ্রহ ছিল বেশি। কিন্তু শহরে বেড়ে ওঠায় সে স্বপ্ন পূরণের সুযোগ হয়নি। শেষ পর্যন্ত তিনি হার না মেনে বাড়ির ছাদকে বেছে নেন সবজি ও ফলের চাষের জন্য। টমেটো, লাউ, মিষ্টিকুমড়া, শসা, লালশাক, মরিচ, পুঁইশাক, বেগুন, ইত্যাদি ফসল লাগিয়েছেন। এছাড়া ও লিচু, জামরুল, পেঁপে, পেয়ারা, কমলা থেকে শুরু করে বিভিন্ন রকমের দেশি-বিদেশি ফল-সবজি আর ফুল রয়েছে তার ছাদের সবুজ বাগানে। সম্পূর্ণ বিষমুক্ত স্বাস্থ্যসম্মত এসব ফল ও সবজি উৎপাদন করে তিনি রীতিমত সবুজ বিপ্লব ঘটিয়েছেন। সফল সবজি চাষী আব্দুস শুক্কুর বলেন ফরমালিনরোধে নগর জীবনে প্রতিটি মানুষই যদি বাড়ির ছাদে সবুজ বাগান তৈরি করে নিরাপদ ফল ও সবজি উৎপাদন করতে পারেন। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে তেমনি প্রতিটি মানুষের কৃষির প্রতি আগ্রহ বাড়বে। তার মতে শহরে গড়ে ওঠা বাড়ির ছাদ ফেলে না রেখে সবজি ও ফলমূল গাছ লাগালে একদিকে পরিবেশ যেমন রক্ষা পাবে তেমনি স্বাস্থ্যসম্মত ফরমালিনযুক্ত সবজি ও ফল পাওয়া সম্ভব হবে। এই সবুজ বিপ্লবে তার পরিবারের সদস্যরাও ভীষণ খুশি। অবসর সময়ে তার পরিবারের সদস্যরা বাগান পরিচর্যার মাধ্যমে সময় কাটান। আব্দুস শুক্কুর আরো জানান, আমার স্ত্রীর আমার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, আমার স্ত্রী ও সন্তানরা এই সবুজ বাগানে আসলে মন ভরে যায়। শহরের প্রতিটি মানুষের উচিত তাদের বাসা-বাড়ির ছাদে এ ধরনের সবুজ বাগান গড়ে তোলা। নতুন পদ্ধতির এই চাষ দেখতে প্রতিবেশীরাও প্রতিদিন ছুটে আসছেন তাদের বাসার ছাদে। চাষ পদ্ধতি আর ফলন দেখে প্রতিবেশিরা ও খুশি।