মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লাউয়াছড়া জাতীয় উদ্যানে বণ্যপ্রাণী দিবসে ৮টি বণ্যপ্রাণী অবমুক্ত



 
আর. কে. সোমেন
Pic-1বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।  শনিবার (৩ মার্চ) বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব এর সভাপত্বিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণীগুলো অবমুক্ত করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জাহিদ হোসেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় বনকর্মকর্তা মিহির কুমার দো, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, শামীম আক্তার হোসেন, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, সাংবাদিক বিকুল চক্রবর্তী, প্রকৌশলী গৌতম কুমার দেব প্রমুখ।
অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে ছিল একটি গন্ধগকুল, একটি বন বিড়াল, একটি  বাদামী বানর, একটি অজগর সাপ, দু’টি সড়ালি পাখি ও দু’টি খালিম পাখি।

Pic-2পরে অতিথিরা বনের ভিতরে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপন করেন।