সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৯৯২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের পূণর্মিলনী



কমলকুঁড়ি রিপোর্ট

20171221_121839

২৫ বছর আগে এক সাথে সাথে মিলে মিশে পথ চলা। তারপর যার যার অবস্থানে, কর্মক্ষেত্রে চলে যাওয়া। কেউ পাড়ী দেন প্রবাসে, কেউ এলাকা ছেড়ে অন্য স্থানে চাকুরী, আবার কেউ কেউ এলাকায় ব্যবসা, চাকুরী বা অন্য কর্মে ব্যস্ত। ঠিক ২৫ বছর একে অন্যের সাথে দেখা। সকলেই বিয়ে করেছেন। কারো মেয়েকে বিয়ে দেয়া হয়েছে।   একে অন্য চিনতে কেউ পারছেন আবার কেউ না। এর মধ্যে হয়ে গেল মিলন মেলা। একটি সুন্দর শৃঙ্খল পরিবেশে কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ সালে এসএসসি ব্যাচদের নিয়ে পূণর্মিলনী ঘটলো। পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে ১৯৯২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের বর্ণাড্য আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় এক শোভাযাত্রা বের হয়ে বিদ্যালয় প্রাঙ্গন ঘুরানো হয়। পিছনে বাদ্যযন্ত্র ও করতালির মাধ্যমে বর্তমান শিক্ষার্থীরা তাদের বরণ করে নেন। বিদ্যালয় প্রাঙ্গন ১৯৯২ সালে এসএসসি ব্যাচের  শিক্ষার্থীরা কিছু সময় অবস্থান করে স্থানীয় জোনাকী কমিউনিটি সেন্টারে এক ঝমকালো আয়োজনে প্রাক্তন শিক্ষকদের নিয়ে শুরু হয় আলোচনা সভা।

20171221_143033

সাবেক প্রধান শিক্ষক মোঃ সিকান্দর আলীর সভাপতিত্বে ও ব্যাচের শিক্ষার্থী আমিনুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. হাজী ছাইম উল্যা, সাবেক শিক্ষক সাইফুল খান, প্রাণ কিশোর ভট্রাচার্য, অফিস সহকারী কাম শিক্ষক নঈম আলী, সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, হাজী এখলাছুর রহমান, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, মুজিবুর রহমান রঞ্জু, নুরুল মোহাইমিন মিল্টন, প্রণীত রঞ্জন দেবনাথ, পিন্টু দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক ব্যাচের ছাত্র যুক্তরাজ্য প্রবাসী তরিকুর রশীদ চৌধুরী শওকত, স্মরণিকা প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন, জুনেদ আহমদ, নেছার আলীসহ আরো অনেকে।

Untitled-2
অনুষ্ঠানে বক্তরা বলেন,  এরকম অনুষ্ঠান একটি স্মৃতিময় অনুষ্ঠান। একে অন্যের সাথে পূর্বে ন্যায় মিলন মেলা। এটি ধারাবাহিকতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহবান জানান। ১৯৯২ সালের এসএসসি ব্যচের  প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিলেন। কেউ প্রবাসে থাকার কারণে আসতে পারেননি। তবুও ভিডিও ক্লিপির মাধ্যমে অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন।