শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

এলজিএসপি-৩ এর আওতায় কমলগঞ্জের মাধ্যমিক পর্যায়ের দরিদ্র ২০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ



Pic--Kamalgonj copy
কমলকুঁড়ি রিপোর্ট
যাতায়াত অসুবিধার কারণে দুর্গম এবং দুরবর্তী এলাকা থেকে মাধ্যমিক পর্যায়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না। এতে অনেকেই ঝড়ে পড়ে। ঝড়ে পড়া রোধ ও দুরবর্তী শিক্ষার্ধীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিকরণে এলজিএসপি-৩ এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০জন দরিদ্র-মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে সোমবার দুপুরে বাইসাইকেল বিতরণ করা হয়।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নানের সভাপতিত্বে ও আব্দুল খালিকের সঞ্চালনায় বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী। উপস্থিত ছিলেন ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খুরশেদ আলী, পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামা কান্ত সিংহ প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, দুরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা সৃষ্টিতে বাইসাইকেল বিতরণ করায় ঝড়ে পড়া অনেকটাই রোধ হয়ে যাচ্ছে। ইতিপূর্বে কমলগঞ্জ উপজেলা পরিষদ থেকে এডিবি-র আওতায় এক সাথে ৮০ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়। এর মাঝে আবার ৪টি ইউনিয়নে এলজিএসপির আওতায় আরো ৩২টি বাইসাইকেল ইতিমধ্যে বিতরণ করা হয়। এভাবে পর্যায়ক্রমে আরও ইউনিয়নগুলিতে বাইসাইকেল বিতরণ করা হবে। শিক্ষার হার বাড়াতে ও মান উন্নয়নে এ উদ্যোগ কাজে লাগছে বলেও নির্বাহী কর্মকর্তা জানান।