শনিবার, ৪ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আদমপুরে বন্য শুকরের হামলায় এক কৃষক আহত।আতংকে গ্রামবাসী



কমলকুঁড়ি রিপোর্ট
Untitled-1 copy
কমলগঞ্জের আদমপুর ইউনিয়নে বন্য শুকরের হামলায় এক কৃষক গুরুতর আহত হয়েছেন। আহত কৃষককে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর ৬টায় আদমপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬টায় গ্রামের কৃষক আব্দুল মালিক(৫৫) তার খেতে শাক সবজি তদারকি করতে গিয়েছিলেন। এসময় পার্শ্ববর্তী রাজকান্দি বনাঞ্চল থেকে একটি বন্য শুকর বেরিয়ে এসে তার উপর (আব্দুল মালিকের উপর) হামলা করে রক্তাক্ত জখম করে। গ্রামবাসীরা গুরুতর আহতাবস্থায় কৃষক মালিককে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তার অবস্থা গুরুতর দেখে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় ইউপি সদস্য হাজী আলমগীর হাসান, বশির বক্স,কৃষক হান্নান মিয়া ও আকতার হোসেন প্রমুখ এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, গত কয়েকদিন থেকে রাজকান্দি বন থেকে বন্য শুকুরের দল লোকালয়ে প্রবেশ করে মানুষ ও গবাদিপশুর উপল হামলা ও ক্ষেতের শাক সব্জী নষ্ট করছে। রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা আবু তাহেরও বন্য শুকরের হামলায় এক কৃষক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সংরক্ষিত বনে অনেক বন্য শুকর আছে। মাঝে মাঝে এসব শুকর খাদ্যের সন্ধ্যানে গ্রামে প্রবেশ করে ক্ষেত বিনষ্ট করে থাকে। কিভাবে বন্য শুকরকে প্রতিরোধ করা যায় তা বন বিভাগ ভেবে দেখছে বলেও তিনি জানান।