মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

উত্তরণের গণিত আয়োজনে ৪২ টি চা- বাগানের শিক্ষার্থীদের মিলন মেলা



received_1465454520215335

মানিক পাল :

কমলগঞ্জ উপজেলার সামাজিক শিক্ষামূলক সংগঠন উত্তরণ বাংলাদেশ। চা- বাগানের ছাত্র ছাত্রীদের মধ্যে গণিতের প্রতিভা বিকাশের জন্য কাজ করে যাচ্ছে । কমল গঞ্জ,কুলাউড়া,জুড়ি, রাজনগর উপজেলায় আন্ত চা- বাগান গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা সফলতার সাথে সমাপ্তি করে  শুক্রবার ৬ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলায় একযোগে ৫ টি কেন্দ্রে আন্ত চা- বাগান গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পুর্ন হলো । ২ টি ক্যাটাগরিতে একাদশ থেকে দ্বাদশ এবং অষ্টম থেকে দশম শ্রেণির ৪২ টি চা- বাগানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এসময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেস গোয়ালা, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী,সাতঁগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল, বা.চা.শ্র.ই এর সাধারন সম্পাদক রামভজন কৈরী। উত্তরণের সভাপতি অনুময় বর্মা বলেন প্রতিযোগিতামূলক শিক্ষার মাধ্যমে অনগ্রসর চা জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়ন ঘটবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন শিক্ষা নিয়ে উত্তরণ বাংলাদেশের এমন উদ্যোগ চা শ্রমিকের শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।