শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি



মৌলভীবাজার সংবাদদাতা

111111

মৌলভীবাজারের হাকালুকি ও কাউয়াদিঘি হাওরের রাজনগর, জুড়ী, বড়লেখা এবং মৌলভীবাজার সদর উপজেলার বন্যা পানি আগের তুলনায় অনেক কমেছে গেছে। তবে পানি কমলেও এসব এলাকার মানুষ পানিবাহিত রোগসহ নানা সমস্যায় ভুগছেন। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী  বলেন,‘কুশিয়ারার পানি মৌলভীবাজারের শেরপুরে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সিলেটের শেওলা পয়েন্টে পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’ তিনি আরও বলেন,‘কাউয়াদিঘি হাওরের পানি কুশিয়ারা নদী দিয়ে নেমে যায়। তবে কুশিয়ারার পানি কাশিমপুর অংশে পানি যাচ্ছে ধীরগতিতে। তাই কাউয়াদিঘি হাওর থেকে পানি নামতে পারছে না। তারপরও পানি আগের চেয়ে কম আছে। কুশিয়ারার পানি দ্রুতগতিতে নামতে পারলে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে। সবমিলিয়ে আগের তুলনায় পানি অনেক কমেছে।’

রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল দাশ জানান, ১০ থেকে ১২ দিন আগে টানা বৃষ্টির কারণে নতুন করে প্লাবিত হয় অর্ধশত গ্রাম। এর মধ্যে রাজনগর উপজেলার ইসলামপুর, অন্তহরি, সোনাপুর, বেতাগঞ্জ, বিলবাড়ি, শাহবাজপুর ও গোবিন্দপুর এলাকায় মানুষ বেশি বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। এসব গ্রামের নিচু জায়গায় আগে থেকেই পানি থাকলেও ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ছড়ার পানি আসায় কাউয়াদিঘি হাওরের পানি দেড় থেকে দুই ফুট বৃদ্ধি পায়। ফলে শত শত বাড়ি ঘরে পানি প্রবেশ করে। তলিয়ে যায় কাঁচাপাকা রাস্তাঘাট, ফসলি জমি ও রোপা আমনের বীজতলা। তিনি আরও জানান, বন্যার পানিতে তলিয়ে যায় অন্তহরি আর্দশ উচ্চ বিদ্যালয়সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। এ কারণে বন্ধ রয়েছে ওই সব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। একই সঙ্গে বন্যায় ফতেপুর ইউনিয়ন পরিষদের পানি উঠেছে। তবে এখন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন,‘হাকালুকি হাওরের পানি আগের চেয়ে কমেছে।তবে পানি কমলেও রাস্তাঘাটের বেহালদশা। মানুষের দুভোর্গের শেষ নেই। আর পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে হাওরবাসী।’ মৌলভীবাজার জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলাম বলেন,‘দফায় দফায় এ জেলায় বন্যা দেখা দিচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গতদের সহায়তা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে কয়েক দফা ত্রাণ দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ‘বন্যদুর্গতদের জন্য ২৪ টন চাল ও নগদ ১৪ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। বিতরণ চলছে।’