শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে বখাটের ১০ হাজার টাকা জরিমানা



কমলকুঁড়ি রিপোর্ট

8546-1

মৌলভীবাজারের কমলগঞ্জে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার লিখিত অভিযোগে বখাটের নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল খাদ্য সামগ্রী রাখার দায়ে বখাটে ছেলের বাবার দোকানের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সাজেদা বেগম (রোজী) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উত্যক্ত করার অভিযোগ করে।

জানা যায়, প্রবাসী আবুল কালামের মেয়ে সাজেদা বেগম (রোজী) নিয়মিত কলেজে যাতায়াতকালে শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের হারুন মিয়া ওরফে লুন্দুর মিয়ার ছেলে রাহেল মিয়া (২৪) উত্যক্ত করেঅভিযোগ পেয়ে সোমবার বেলা আড়াইটায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত রাহেল মিয়ার বাড়ি আসলে অভিযান টের পেয়ে সে পালিয়ে যায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক অভিযুক্তের বাবার ব্যবসা প্রতিষ্ঠান তিন ভাই বেঙ্গল ফুডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাউকে না পেয়ে ভেজাল খাদ্য সামগ্রী রাস্তয় ফেলে বিনষ্ট করে দোকানটি সিলগালা করেন। বেলা সাড়ে চারটায় ওয়ার্ড ইউপি সদস্য হাফিজুল হক চৌধুরী অভিযুক্ত বখাটে রাহেল মিয়া, তার বাবা হারুন মিয়াকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী দোকানে রাখার দায়ে তিন ভাই বেঙ্গল ফুডের নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন। আর বখাটে রাহেল মিয়কে জিজ্ঞাসাবাদকালে ছাত্রীকে উত্যক্ত করার স্বীকারোক্তি পেয়ে সে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গিকার করে। ছাত্রী উত্যেক্তের দায়ে প্রাথমিক শাস্তি হিসাবেও বখাটে রাহেল মিয়ার নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলের বয়স বিবেচনায় প্রাথমিক শাস্তি হিসাবে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ের বখাটে ছেলের বাবারে দোকানের নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।