শুক্রবার, ৩ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মিডিয়া কর্মীদের সাথে কমলগঞ্জ মৎস্য বিভাগের সংবাদ সম্মেলন



Press Conferance Pic
কমলকুঁড়ি রিপোর্ট
“মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে মিডিয়া কর্মীদের সাথে কমলগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, আগামী ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ উদযাপনে ব্যাপক প্রচার প্রচারনার প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদনসহ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করার কথা বলেন। ১৯ জুলাই উদ্বোধনী দিনে র‌্যালী, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা, ২০ জুলাই মৎস্য সেক্টরের অগ্রগতি বিষয়ে আলোচনা, ২১ জুলাই উপজেলার হাটবাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ফরমালিন বিরোধী অভিযান, ২২ জুলাই আহমদ নগর দাখিল মাদ্রাসায় কুইজ প্রতিযোগীতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, ২৩ জুলাই মাচ চাষ বিষয়ক প্রশিক্ষণ এবং ২৪ জুলাই মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠানের মধ্যদিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে বলে মৎস্য কর্তকর্তা সাংবাদিকদের অবহিত করেন। সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।