বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বড়লেখায় সুনাই নদী থেকে বিরল প্রজাতির মাছ ধৃত



Barlekha-12

বিশেষ প্রতিনিধি :

বড়লেখার নিজবাহাদুরপুর ইউপি’র ছড়িরবাজারস্থ সুনাই নদী থেকে একটি বিরল প্রজাতির মাছ ধরা হয়েছে। ইউনিয়নের হলদিরপার গ্রামের বাসিন্দা জেলে আখল মিয়া সুনাই নদীতে কারেন্ট জাল পুঁতে রাখেন। ১১ জুন রোববার সকালে জাল তুলতে গিয়ে এই মাছটি দেখে তিনি অনেকটা ঘাবড়ে যান। পরে এটি স্থানীয় বাজারে নিয়ে গেলে উৎসুক জনতার ভীড় জমে যায়। তবে উপস্থিত কেউ-ই এই মাছটি কোন প্রজাতির মাছ তা চিহ্নিত করতে পারেননি। কেউ এর আগে কখনও এমন মাছ দেখেননি। তবে স্থানীয় মৎস্য অফিসের লোকজন এটিকে ক্যাটফিস নামে চিহ্নিত করেছে।
মৎস্য অফিস বলছে, মাছটির নাম সাকারমাউথ ক্যাটফিশ। বাংলাদেশে এই মাছটি ১৯৮০ সালে থাইল্যান্ড থেকে আনা হয়। যদিও সাকারমাউথ আনা হয়েছিলো একুরিয়ামে পালনের উদ্দেশ্যে কিন্তু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জলাশয়েও এই মাছটির দেখা মিলছে।