সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি কার্যকর



mufti_hannan_hanged_44608_1492013930
কমলকুঁড়ি ডেস্ক
সাবেক ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান এবং তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল ও দেলওয়ার হোসেন রিপনের ফাঁসি কার্যকর করা হয়েছে।  বুধবার রাত ১০টায় গাজীপুরের কাশিমপুর কারাগারে মুফতি হান্নান আর বিপুলের ফাঁসি কার্যকর করা হয়। সিনিয়র জেল সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বিষয়টি জানান। এদিকে রাত ১০টা ১ মিনিটে জঙ্গি রিপনের ফাঁসি কার্যকর করা হয় সিলেট কেন্দ্রীয় কারাগারে। সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া সাংবাদিকদের বিষয়টি জানান।  রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, ময়নাতদন্ত ও গোসলের পর মুফতি হান্নানের লাশ গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর বিপুলের লাশ চাঁদপুর সদর উপজেলার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। অন্যদিকে রাত ১০টা ৪০ মিনিটে জঙ্গি রিপনের লাশ তার ভাই শামসুল মোহাম্মদ শিপনের কাছে হস্তান্তর করা হয়। মৌলভীবাজারের কুলাউড়ায় তাকে দাফন করা হবে। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ অর্ধশতাধিক আহত
ন।
এ মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আপিল এবং রিভিউতেও তিনজনের মৃত্যুদণ্ড বহাল থাকে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়ে যায়।
যুগান্তর