মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বন উজার ও বনের অবক্ষয়ের কারণ অনুসন্ধান বিষয়ক কর্মশালা



moulvibazar-forest-works-copy-768x449

কমলকুঁড়ি রিপোর্ট :

 

বন উজার ও বনের অবক্ষয়ের কারণ অনুসন্ধান বিষয়ক স্থানীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্ এর রুশনী মহলে ইউ-এন রেড এর উদ্যোগে ও সিলেট বন বিভাগের সাবির্ক সহযোগীতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সহকারী প্রধান বন সংরক্ষক রকিবুল হাসান মুকুল।

কর্মশালায় বনের অবক্ষয়ের কারণ ও প্রতিরোধে বিভিন্ন পরামশ্য দিয়ে বক্তব্যদেন, স্থানীয় সরকারের মৌলভীবাজার জেলার প্রতিনিধি উপসচিব জাকারিয়া, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম, সিলেট বিভাগীয় বনকর্মকর্তা( ওয়াইল্ড লাইফ) মিহির কান্তি দ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, সিএমসি সভাপতি মোচ্ছাদ্দেক আহমদ মানিক, রেঞ্জার শেখর রায় চৌধুরী ও সাহাব আলী প্রমুখ।

কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, কাঠ ব্যবসায়ী, বন নির্ভর আদিবাসী, বন বিভাগের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন।
বক্তার দেশের অন্যতম জীব বৈচিত্রের বন লাউয়াছড়া বনের সমস্যা ও চা বাগানের বন কমে যাওয়া, পাহার কাটা, বন নির্ভরদের বিকল্প জীবিকায়ন, বনের ভুমি জটিলতাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।