রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ঘুরে আসুন : মাটির নীচে বিস্ময়কর শহর



city2

 পারস্য উপসাগরে কিশ দ্বীপের নীচে আছে অবিশ্বাস্য এক শহর৷ পর্যটন কেন্দ্র হিসেবে দ্বীপটি ভীষণ পরিচিত৷ এর নীচে আছে ১০ হাজার বর্গমিটারের একটি ভূ-গর্ভস্থ শহর৷ কারিজ নামে এই শহরটি ২৫০০ বছর আগে গড়ে উঠেছিল৷

বিশুদ্ধ পানির আধার
তখনকার অধিবাসীরা এটি নির্মাণ করেছিলেন পানি সংরক্ষণ ও বিশুদ্ধকরণের আধার হিসেবে৷ অনুর্বর এলাকাটিতে ওই শহরটি ছিল তাদের বাঁচার অন্যতম উপকরণ৷ চাষবাসও করা হতো ওই পানি দিয়ে৷

image-12369

এই কারিজার নির্মাণ কাল ২৫০০ বছর আগে গড়ে উঠেছিল শহরটি৷ এতে দীর্ঘ কুয়া ১৪ কিলোমিটার এলাকা জুড়ে কুয়া রয়েছে৷ পানির বিশুদ্ধকরণের তিন স্তর রয়েছে। কুয়ায় জমানো পানি স্বয়ক্রিয়ভাবে ফিল্টারে চলে যেত, সেখানে তিন স্তরের ফিল্টারে পরিশোধন হতো৷ প্রথম  স্তরটি প্রবালের, যেখানে বড় বড় পদার্থ আটকে যায়, শুষে নেয় পানির অম্লতা৷ দ্বিতীয় স্তরটি মাটির তৈরি, ছোট ছোট পদার্থগুলো এখানে আটকা পড়ে৷ তৃতীয় ও শেষ স্তরটি ‘মার্ন’ নামে বিশেষ এক ধরনের মাটির তৈরি, যেটাতে সূক্ষ্মতর পদার্থ আটকে যায়। পানির বিভিন্ন স্তরের ব্যবহার এক একটি স্তরের পানি ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হতো৷নকারিজার মধ্যে ভূ-গর্ভস্থ সুড়ঙ্গও রয়েছে। সুড়ঙ্গের মধ্যে থেকে ছোট ছোট নৌকায় করে সর্বর্নিম্ন স্তরে থাকা বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করা যেতো৷ সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতি হয়েছে, আর শহরটি হারিয়ে গেছে৷ তবে আধুনিক প্রযুক্তিবিদরা মনে করেন, তখনকার ওই পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি বেশ ভালো ছিল৷

১৯৯৯ সালে ওই এলাকায় একটি শপিং কমপ্লেক্স নির্মাণের সময় শহরটি পুনরাবিষ্কার করা হয়৷ হারিয়ে যাওয়া শহর সংস্কারের উদ্যেগ নেয়। তাই  দেশটির সরকারের নির্দেশে শহরটি ভেঙ্গে ফেলার বদলে ডেভেলপাররা পুরোনো শহরটিকে সংস্কার করে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন৷ ঐতিহাসিক প্রবাল প্রাচীরগুলো এখনো থাকলেও টানেলের কিছু অংশ ধসে পড়েছিল, যা সংস্কার করা হয়েছে৷পুরোনো শহরটিকে ঠিক রেখেই রেঁস্তোরা, চায়ের দোকান, অ্যাম্ফিথিয়েটার, সম্মেলন কেন্দ্র এবং গ্যালারি তৈরি করা হয়৷ এ যেন পুরোনো ও নতুনের মেলবন্ধন৷ ভূ-পৃষ্ঠের ১৬ মিটার নীচে অবস্থিত শহরটি দেখতে প্রতি বছর ভিড় জমান প্রচুর পর্যটক ভিড় জমায়। আপনি একবার গিয়ে দেখে আসুন।

-সাহস ডটকম