বুধবার, ১ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ট্রাস্ট সভাপতি সাইয়িদ ফখরুল স্মরণে শোকসভা ও মেধাবী শিক্ষর্থীদের বৃত্তি প্রদান



 

কমলকু্ঁড়ি রিপোর্ট :

14462860_1361857307177427_7836234840703343901_n14462860_1361857307177427_7836234840703343901_n-1
মৌলভীবাজারের কমলগঞ্জে সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ট্রাস্ট সভাপতি লেখক-গবেষক সাইয়িদ ফখরুলের অকাল প্রয়াণে শোকসভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সোমবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসকাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, লেখক-গবেষক আহমদ সিরাজ, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী।

14563320_1361878200508671_2454630445280583163_n-1

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত লেখক-গবেষক সাইয়িদ ফখরুলের উদ্দেশ্যে শোকবার্তা পাঠ করেন সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের সমন্বয়কারী সৈয়দ মাহবুব আলী। আলোচনায় অংশ নেন কবি শহীদ সাগ্নিক, সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো: সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসকাব সম্পাদক শাহীন আহমদ, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী মুন্না রায়, গবেষক শামসুদ্দিন আকবর, পৌর সুজন সম্পাদক রাসেল হাসান বখত, কবি আবদুল হাই ইদ্রিছী, ছাত্রলীগ নেতা হামিম মাহমুদ ও মরহুম সাইয়িদ ফখরুলের বড় মেয়ে সৈয়দা ফোয়ারা জান্নাত মুন্নী।
অনুষ্ঠানের শুরুতেই সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি লেখক-গবেষক সাইয়িদ ফখরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ১২ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সবশেষে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়।