শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত



pic-kamalgonj-02
কমলকুঁড়ি রিপোর্ট :
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে “দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে”- এই প্রতিবাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৬ পালিত হয়। দিবসটি উপলক্ষে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ পারভীন আক্তার, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ। আলোচনায় অংশ নেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনা পর্বে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকবেই। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। তা হলে ক্ষয়ক্ষতি কমে যাবে।