সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

খাদ্যশস্যের পরিবর্তে টাকা দেওয়া হবে



images

khaddo

 

 

কমলকুঁড়ি রিপোর্ট :

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এখন থেকে টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে খাদ্যশস্যের পরিবর্তে টাকা দেওয়া হবে বলে। রবিবার ৪ আগষ্ট সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

 

সরকার আগামী ৭ সেপ্টেম্বর থেকে ‘খাদ্য বান্ধব কর্মসূচি’র আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা দরে পাঁচ মাস ৩০ কেজি চাল দেবে। এ কর্মসূচিতে বছরে সাড়ে ৭ লাখ টন চাল প্রয়োজন হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।

কামরুল ইসলাম বলেন, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে টিআর এবং কাবিখা, যেটা খাদ্যশস্যের আকৃতিতে যেত সেটা এখন থেকে আর খাদ্যশস্যের আকৃতিতে যাবে না, সেটা টাকায় বিতরণ করা হবে।

টিআর কাবিখা টাকায় রূপান্তরিত কোন সমস্যায় পড়তে হবে না জানিয়ে মন্ত্রী বলেন, টিআর, কাবিখাতে আমাদের বছরে প্রায় সাড়ে ৮ লাখ টন চাল ও গম যেত, এটা এখন এ পরিমাণের টাকায় যে মূল্য তা টাকায় যাবে।