মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

৪৪ বছর পর বঙ্গবন্ধুর সেই পাইপ যাচ্ছে জাদুঘরে



কমলকুঁড়ি ডেস্ক:

1471079142371

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত একটি টোব্যাকো পাইপ বঙ্গবন্ধু জাদুঘরের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। খুলনা পাইকগাছা এলাকার দাউদ আলী নামের এক ব্যক্তির কাছে পাইপটি প্রায় ৪৪ বছর ধরে সংরক্ষিত ছিল। ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারি পাইকগাছা সফরকালে পাইপটি বঙ্গবন্ধু ফেলে যান বলে ধারণা করা হচ্ছে।  পাইকগাছা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারি ওয়াপদার বেড়িবাঁধ উদ্বোধনের উদ্দেশে পাইকগাছা সফর করেন। আলমতলার বেড়িবাঁধের উদ্বোধন শেষে তিনি পানি উন্নয়ন বোর্ডের অতিথি ভবনে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বঙ্গবন্ধুর ব্যবহৃত টোব্যাকো পাইপটি সেখানে পাওয়া যায় । পরে গড়ইখালী ইউনিয়নের পাতড়াবুনিয়া গ্রামের মৃত মুন্সী তাজেল গাজীর ১২ বছরের শিশুপুত্র দাউদ আলী পাইপটি কুড়িয়ে পান এবং নিজের কাছে যতœ করে রেখে দেন।
পরবর্তী সময়ে দাউদ আলী এলাকার রায় সাহেব কালিচরণ ছেলে ছেলে ভবতোষ মন্ডলের হেফাজতে পাইপটি রেখে দেন। দীর্ঘদিন পর দাউদ আলী ও ভবতোষ পাইপটি বঙ্গবন্ধু জাদুঘরে সংরক্ষণের উদ্দেশে হস্তান্তর করার সিদ্ধান্ত নেন।
গত বৃহস্পতিবার দুপুরে দাউদ আলী ও ভবতোষ পাইপটি পাইকগাছা থানার ওসি মারুফ আহম্মদের কাছে তুলে দেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদ বলেন, ‘বঙ্গবন্ধুর ব্যবহৃত দুর্লভ পাইপটি বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তরের ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
এ ব্যাপারে দাউদ আলী ও ভবতোষ মন্ডল বলেন, ‘বঙ্গবন্ধুর ওই পাইপ রাষ্ট্রীয় সম্পদ। তাই এটি বঙ্গবন্ধু জাদুঘরে দেওয়ার জন্য হস্তান্তর করেছি।’