মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সোমবার হবিগঞ্জের ২৩ চা বাগানে ২ ঘণ্টার কর্মবিরতি



কমলকুঁড়ি রিপোর্ট:

 

হবিগঞ্জের লস্করপুর ভ্যালির ২৩টি চা বাগানে সোমবার (২২ আগস্ট) একযোগে দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে চা শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

ওইদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। পরে লস্করপুর ভ্যালি এবং সিলেট, জুড়ী, লংলা, মনু-ধলই, বালিশিরা ও চট্টগ্রাম ভ্যালিতে চা শ্রমিকরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি জমা দেবে।

শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সদর দপ্তর শ্রীমঙ্গলের লেবার হাউসে কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ৬টি ভ্যালির নেতারা উপস্থিত ছিলেন বলে বাংলানিউজকে জানান সংগঠনের সভাপতি মাখন লাল কর্মকার।

শ্রমিকরা জানায়, চুক্তি ‍অনুযায়ী চা বাগারে অস্থায়ী শ্রমিকদের মজুরি স্থায়ী শ্রমিকদের সমান মজুরি দেওয়া হচ্ছে না। এছাড়া বিগত ৪ মাস ধরে বেতন আর রেশন বন্ধ রয়েছে মাধবপুর উপজেলার বৈকুণ্ঠী চা বাগানের ৪১৫ জন শ্রমিকের। ১৮ হাজার চা শ্রমিকের ২০১৫-২০১৬ সালের বেতন-বোনাসের ৭৬৩ টাকা করে পরিশোধ করেননি ফিনলে কর্তৃপক্ষ।

এসব নানা কারণে তারা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন চা শ্রমিকরা।