সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

‘লাউয়াছড়া বনকে প্রাকৃতিক শৃংখলায় ফিরিয়ে আনতে হবে’



unnamed-1-36

কমলকুঁড়ি রিপোর্ট :
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিউট অফ ফরেস্ট্রি এন্ড অ্যানভারাম্যান্টাল সাইন্সের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন বলেছেন, বনের ভিতরে আধুনিক শৃংখলা বাদ দিতে হবে, বনকে তার প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে যাবার সুযোগ করে দিতে হবে, নয়তো বন বলে কিছু থাকবে না। তিনি আরো বলেন, বনের ভিতর দিয়ে রেল সড়ক নির্মাণের মাধ্যমে ই লাউয়াছড়ার আসল ক্ষতিটি করা হয়েছে এখন সময় এসেছে রেলপথ সরিয়ে নেবার আর রেল চলাচল নির্বিঘেœ করার নামে একটি গাছও কাটা যাবে না। বুধবার দুপুরে মৌলভীবাজারের লাউয়াছড়া বন পরির্দশনকালে লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলনরত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথ বলেন। অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক ড.মোহাম্মদ মুজাফার হোসাইন, সহকারি অধ্যাপক মো. আক্তার হোসাইন। তাদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাবেদ ভূঁইয়া এবং সহ-সদস্য সচিব পংকজ ঠাকুর।