বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ভারতে ঘুড়ির সুতোয় গলা কেটে তিন জনের মৃত্যু



image-6456

কমলকুঁড়ি ডেস্ক :

ভারতে কাঁচগুড়ো দিয়ে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় কেটে দুই শিশুসহ তিনজন মারা গেছে। সোমবার (১৫ আগস্ট) দেশটির স্বাধীনতা দিবসে রাজধানী দিল্লিতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।  জানা গেছে তিন বছর বয়সী সাচী গয়াল ও চার বছর বয়সী হ্যারি গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে উৎসব দেখছিল। ২২ বছর বয়সী জাফর খান মোটরসাইকেলে  করে যাচ্ছিলেন। তখন কাঁচের গুড়ো দিয়ে মাঞ্জা দেয়া সুতো পেচিয়ে তাদের গলা কেটে যায়। এছাড়া দিল্লির এক পুলিশ সদস্য সুতোয় কেটে আহত হয়েছেন। ঘুড়ি উড়ানো ভারতীয় সাংস্কৃতিক উৎসবের গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিদ্বন্দ্বীর ঘুড়ি কাটার জন্য কাঁচগুড়ো দিয়ে মাঞ্জা দেয়া হয়। তবে প্রতিবছর মাঞ্জা দেয়া সংশ্লিষ্ট ঘটনায় আহত ও নিহতের খবর আসে। ২০১৫ সালে মোরাদাবাদ শহরে প্রায় একই রকম ঘটনায় ৫ বছর বয়সী এক শিশু মারা গিয়েছিল। ২০১৪ সালে জয়পুরে মারা যায় আরেক শিশু।

এছাড়া ধারালো সুতোয় পেচিয়ে প্রতি বছর প্রচুর পাখি মারা যায়। গত তিন দিনে দিল্লির চ্যারিটি হাসপাতালে কমপক্ষে ৫০০ পাখিকে চিকিৎসা দেয়ার জন্য আনা হয়েছে। হাসপাতালটি জানিয়েছে, প্রতি বছর প্রায় ৮ হাজার পাখিকে চিকিৎসা দেয়া হয়। দিল্লি সরকার মাঞ্জা দেয়া সুতো নিষিদ্ধ করেছে এবং এই সুতো বিক্রি বা প্রস্তুত করলে ১ লাখ রূপি জরিমানা করা হবে। এই সংক্রান্ত ঝুঁকির বিষয়ে সতর্কতা বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সূত্র: বিবিসি ও হিন্দুস্তান টাইমস