শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লাউয়াছড়ায় বনের অপদখলকৃত জমি উদ্ধার করে ফলদ ও ভেষজ বৃক্ষ রোপন



 

কমলকুঁড়ি রিপোর্ট :
images
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে অবৈধভাবে গড়ে উঠা লেবু বাগান অপসারন করে সেখানে রোপণ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির ফলদ,বনজ, ও ঔষধী বৃক্ষ। শনিবার (২ জুলাই) বিকাল পাঁচটায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় এই বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রানী) মিহির কান্তি দো।
বৃক্ষ রোপনকালে আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, বৃক্ষ সংরক্ষনে প্রধান মন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, লঅউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা সাহেব আলী , লঅউয়াছড়া বনবিট কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দো জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেশ কিছু জমি অপদখলীয় ছিল। যেখানে গড়ে উঠেছিল ব্যক্তি মালিকানাধীন লেবু বাগান। সম্প্রতি এসব জমি উদ্ধার করা হয় এবং এ উদ্ধারকৃত জায়গাসহ লাউয়াছড়ার ভিতরে অপেক্ষাকৃত কম বৃক্ষরাজীর স্থলে প্রায় সাড়ে ১২ হাজার ফলদ,বনজ, ও ঔষধী বৃক্ষের চারা রোপন করা হবে।  বনায়নকৃত জমির পরিমান প্রায় ৫ হেক্টর হবে বলে তিনি জানান।