সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

১০ ঘণ্টা বাড়লো এইচএসসি ভর্তি-আবেদনের সময়



কমলকুঁড়ি ডেস্ক :

 

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সময় শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে এই আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও তা আর ১০ ঘণ্টা বাড়ানো হলো।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে এই সময় বাড়ানোর খবর জানানো হয়।

বোর্ড জানায়, প্রায় ছয় হাজার শিক্ষার্থীর আবেদনপত্র জমা পড়েনি অথচ তারা আবেদন ফি জমা দিয়েছেন। এ কারণেই বিশেষ বিবেচনায় সময় বাড়ানো হলো।

বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট ১২ লাখ ৮৫ হাজার ৪০৩ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন জমা পড়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

গত ২৬ মে থেকে আবেদন নেওয়া শুরু করে। মোবাইল ফোনে এসএমএস করে এসব আবেদন নেওয়া হয়। এছাড়া অনলাইনেও ছিলো আবেদনের সুযোগ।

শুক্রবার সকালে আবেদন নেওয়া শেষ হলে সেগুলো যাচাই-বাছাই করে ১৬ জুন ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। পরে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি এবং ভর্তির তথ্য জানানো হবে ১৮ থেকে ২২ জুনের মধ্যে। আর অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি হতে হবে ২৩ থেকে ৩০ জুনের মধ্যে।

তবে বিলম্ব ফি দিয়ে আগামী ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে এইচএসসি’র ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।