শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে চা বাগান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার



 

কমলকুঁড়ি রিপোর্ট :

598a44503fe43c23054df5f7f9549605

বকেয়া বেতনের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পাঁচটি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল থেকে মাধবপুর, মদনমোহনপুর, পাত্রকলা, কুরমা ও চাম্পারায় পাঁচ বাগানের শ্রমিকরা কাজে যোগ দেবেন।

বুধবার (২৯ জুন) চা শ্রমিক ইউনিয়নের মনু ধলাই বেলির সাধারণ সম্পাদক নিরমল দাস জানান, ৪ জুলাই বকেয়া দিয়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষের এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। এনটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার এম এ শাহজাহান জানান, ঈদের আগে এতো টাকা একসঙ্গে ব্যাংক থেকে তোলা যাচ্ছে না। তবে আগামী ৪ জুলাই বকেয়া পরিশোধ করা হবে। ২০১৩ সালে শ্রমিকদের বেতন ৬৯ টাকা থেকে ৮৫ টাকা করা হয়। ২০১৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বর্ধিত টাকা পরিশোধ করে বাগান মালিক। এরপর বাকি চার মাসের বেতন নিয়ে টালবাহানা করায় বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন পাঁচ বাগানের শ্রমিকরা।