সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

অপরূপা তুমি



13323574_10204839874717186_8458235766768390401_o
    || এস. কে. দেব ||

কমলগঞ্জ তুমি অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমির দেশ,
বক্ষে ধারন করেছ প্রকৃতির শত রূপ, নাই যে তোমার কোন শেষ।

ধরণীর বুকে আচ্ছাদিত হাম হাম এর ঝর্ণা ধারা,
নয়নাভিরাম পতিত জলকনা যেন পাহাড়ের নয়নে আনিল অশ্র“ ভরা।

রিমঝিমি শব্দে পুলকিত সমীরনে বহমান বৃষ্টির আওয়াজ,
মায়াবী আকর্ষণে সেইখানে ছুটে চলা প্রকৃতি প্রেমীর এক রেওয়াজ।

তোমার হৃদয়ে বহমান ধলইয়ের জলধারা অনন্ত পথে চলে,
তাই ধরণী প্রাণের তৃষ্ণা তুমি বিনে মিটেবে না কারোর জলে।

বিচিত্র নৈসর্গিক দৃশ্যে ভরা লাউয়াছড়া, ধারণ করেছে যেন বৃক্ষরাজির মেলা,
পাখিদের রব, পড়ন্ত বিকেলে প্রাণীর দলছুট, এই যেন নিত্য দিনের খেলা।

নানা ধর্ম, নানা বর্ণ, বহু ভাষা নিয়ে বিচিত্র মানবের যেন এক দেশ,
বাহিরে ধলো কালো, অন্তরে এক, নয়নে নয়নে পাবে মিল এই যে তার বেশ।

দুই ধার উঁচু তার পাহাড়ের বেষ্টিত মাধবপুরের লেকে, মানবের ঢল আসে,
সরোবরে মায়াবী বিছানা যেন পদ্ম পাতায় ভাসে।

কমলগঞ্জের পূর্ণিমা চাঁদ যেন তার দিঘীর জলে ভাসে,
কল কল ধ্বনিতে তরঙ্গ মালা কবিয়ালের কানে আসে।

তোমার গঞ্জে গঞ্জে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের শিল্পীরা রেখেছে অবদান,
যুগ যুগান্তরে তারা আলোকিত, শানিত হবে প্রাণ।

তোমার ¯েœহময়ী ভালোবাসার দৃশ্য চা বেষ্টিত আঁকাবাঁকা পথে,
মুক্ত বিহঙ্গের ন্যায় প্রকৃতি প্রেমীরা খুঁজে বেড়ায় নিজ নিজ সখে।

তুমি একদিকে সৃষ্টির সেরা আবার শহীদদের বীরশ্রেষ্ট করেছ নিজ অঙ্গে ধারণ,
দলে দলে মানুষ করছে স্মরণ, আর ফুলে ফুলে তোমায় মালা দিয়ে বরণ।

ঈশ্বরের শাশ্বত প্রেমে মানব মানবীরা নিমগ্ন রাসলীলায়,
মণিপুরী শিল্পীরা নেচে গেয়ে আজি সমবেত মহামিলনের মেলায়।

তোমার আদ্য প্রান্ত দেখিলে নয়ন মেলে, পাবে শান্তি মনে,
প্রয়োজন নেই বহু পথ, সময় অর্থ ব্যয়ে ঘুরে বেড়ানো দেশের সবখানে।

আজি মোরা ধন্য জন্মেছি এই ধরার লীলাভূমির বুকে
তুমি অপরূপা, তুমি মৃগ নয়নার বেশে, ভালোবাসার অফুরন্ত তৃষ্ণা মিটেবে না কারো সনে।

নৈসর্গিক দৃশ্যের লীলাভূমি তুমি, ঘুরে দেখলে একবার তোমায় সবাইকে নিয়ে,
প্রয়োজন নেই আর দেখার বাংলার সবখানে গিয়ে।

তোমার অপরূপের শাশ্বত প্রেমে আমি বার বার আসি ফিরে,
দেখতে না পেলেও আজি তোমায়, তবু রয়েছো নয়নে নয়নে।

 লেখক, ব্যবস্থাপক, সোনালী ব্যাংক লিঃ, কমলগঞ্জ শাখা