শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ইউপি নির্বাচন পঞ্চম ধাপ : বিভিন্ন স্থানে নিহত ১২, দুই শতাধিক আহত



 কমলকুঁড়ি  ডেস্ক :

EU1463029232

02333-400x255

ইউনিয়ন পরিষদের (ইউপি) পঞ্চম ধাপের নির্বাচনে সহিংসতায় একাধিক প্রার্থীসহ নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।   কেন্দ্র দখল, গোলাগুলি, জাল ভোটসহ নজিরবীহিন অরাজকতায় শনিবারের সহিংস এই নির্বাচনে ভোট চলাকালে অন্তত কয়েক’শ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে সাধারণ ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন। যারা অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।
জামালপুরে নিহত ৪: ভোট চলাকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই স্কুল ছাত্রসহ চারজন নিহত হয়েছেন।
চট্টগ্রামে নিহত ২ : চট্টগ্রামের পটিয়া উপজেলার বড় উঠান ইউনিয়নে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় এক ইউপি সদস্যপ্রার্থী নিহত হয়েছেন। রায়পুর ইউনিয়নে সহিংসতায় নিহত হয়েছেন আরো একজন।
নোয়াখালীতে নিহত ২: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে সহিংসতা চলাকালে পুলিশের ধাওয়ায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। জীরতলী ইউনিয়নে পুলিশের গুলিতে নিহত হয়েছেন যুবলীগের একজন কর্মী।
কুমিল্লায় নিহত ১: কুমিল্লার তিতাস উপজেলার বলারামপুর ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত একজন স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
কিশোরগঞ্জে নিহত ১: পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতায় নাসির উদ্দীন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২ আনসার নারীসদস্যসহ ২৬ জন। জেলার সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের জোতদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শনিবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সোনারগাঁওয়ে নিহত ১ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পরাজিত প্রার্থীর সমর্থকদের ধাওয়ায় পদদলিত হয়ে জয়ী প্রার্থীর সমর্থক ইদ্রিস আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার রাতে নোয়াগাঁও ইউনিয়নের লক্ষীবরধদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী নোয়াগাঁও ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মৃত নেওয়াজ আলীর ছেলে।
পঞ্চগড়ে নিহত ১: পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতায় মো. নাসির (৫০) নামে এক ইউপি সদস্যের সমর্থক নিহত হয়েছেন। এসময় দুই আনসার সদস্যসহ আরো ১২ জন আহত হন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের জোতদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঘটনাটি ঘটে। নিহত মো. নাসির ওই ইউনিয়নের কোরিয়া পাড়ার ফাগু মোহাম্মদের ছেলে।
গত ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রায় সাড়ে তিন মাসে প্রতিদিনই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচনের গত চার ধাপে সহিংসতায় ১০১ জন নিহত হয়েছে বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সেই হিসাবে ইউপি নির্বাচনের ৫ম ধাপে নিহত ১১ জন নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়ে ১১২ জনে।