রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু



khamar-bari20160224113324
কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীন “দক্ষ উন্নয়ন কর্মী সৃজন” শীর্ষক তিন দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। রোববার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কমলগঞ্জ অফিস মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। আলোচনা পর্বে বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জোবায়দা মরিয়ম, সাংবাদিক শাব্বির এলাহী, মাঠ কর্মকর্তা আরিফ কবির কামাল ও আজিজুল হক।
তিনদিনব্যাপী এ কর্মশালায় মূলত মৎস্য চাষে অংশগ্রহনকারীদের  দক্ষ করে তোলা হবে। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের মাঝে ঋণ বিতরণও করা হবে। তিন দিনব্যাপী এ কর্মশালায় ৯টি ইউনিয়ন থেকে ৫০জন অংশ গ্রহন করেন।