শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লাউয়াছড়ায় ৮টি প্রাণী অবমুক্ত



20কমলকুঁড়ি রিপোর্ট :

শ্রীমঙ্গলে বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে অবমুক্ত করা করা হয়েছে ৮টি বণ্যপ্রানী। ২৬ মার্চ শনিবার বিকেল ৪টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া নামক স্থানে এ প্রানীগুলো অবমুক্ত কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো।
এ সময় আরো উপস্থিত ছিলেন বন্য প্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, সহকারী বন সংরক্ষক মোঃ তবিবুর রহমান, লাউয়াছড়া বিট কর্মকর্তা রেজাউল করিম, বণ্য প্রানী সেবাশ্রম এর পরিচালক সজল দেব প্রমুখ। স্বাধীনতা দিবস উপলক্ষে অতিথিরা একটি লজ্জাবতী বানর, দুটি গন্ধগোকুল, ১টি মেছো বাঘ, ১টি বনবিড়াল, ৩ টি পরিযায়ী সরালী পাখী অবমুক্ত করে স্বাধীনতা দিবসে বণ্যপ্রানী গুলোর স্বাধীনতা ফিরিয়ে দেন।
উল্লেখ্য, যে বিভিন্ন সময় লোকালয়ে আসা ধৃত-আহত বণ্য প্রানী উদ্ধার করে বাংলাদেশ বণ্য প্রানী সেবা ফাউন্ডেশনের পশুপাখি সেবাশ্রমে সেবা শুশ্র“ষা ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে বন্যপ্রানী ও পরিযায়ী পাখি গুলো অবমুক্ত করা হয়।