শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে শহীদ শামছু দিবস পালন



12809675_1195937087102784_3342531574251153748_n

কমলকুঁড়ি রিপোর্ট ।।

১৯৮৬ সালের ৬ মার্চ মৌলভীবাজারের কমলগঞ্জে স্বৈরাচার এরাশাদ বিরোধী শিক্ষক আন্দোলনের সময় কমলগঞ্জ এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশের গুলিতে নিহত শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শামছুদ্দীন শহীদ হয়েছিলেন। রোববার (৬ মার্চ) বেলা ৩ টায় কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শহীদ শামছু স্মরণে এক স্মরণ সভার আয়োজন করে। সমিতির সভাপতি প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব এর সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক মো. আব্দুস ছোবহান, প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন, উপজেলা স্কাউটস কমিশনার মোশাহীদ আলী, প্রবীন সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, শহীদ শামছুর ছোট বোন রুবিনা আক্তার, সাংবাদিক শাব্বির এলাহী, এম, এ, মুক্তাদির প্রমুখ। সভার শুরুতে শহীদ শামছুর বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা শহীদ শামছু স্মরণে কমলগঞ্জে একটি স্মৃতিসৌধ নির্ম্মাণের দাবী জানান।
অপরদিকে দিবসটি পালন উপলক্ষে শহীদ শামছুর পরিবার ও এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় পৃথক ভাবে ৩০তম শহীদ শামছু দিবস পালন করা হয়। শহীদ শামছুর বড় বোন রুবিনা আক্তারের উপস্থিতিতে এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শামছুর স্মৃতি স্তম্ভে পারিবারিকভাবে ও বিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়। বেলা দেড়টায় নিজ বাসভবনে শামছুর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।