রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

দাম বেড়েছে রসুন, সয়াবিন, চিনি ও লবণের



 

134436_1নিউজ ডেস্ক:

বাজারে শাক সবজিসহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও রসুন, সয়াবিন তেল, লবণ ও চিনির দাম ঊর্ধমুখী রয়েছে।

শুক্রবার রাজধানীর কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। কারওয়ান বাজারে কিচেন মার্কেটের ব্যবসায়ী মহিউদ্দিন জানান, তিনি খোলা সয়াবিন তেল ৮৭ টাকা, পাম তেল ৬৪ টাকা এবং সুপার পাম ৬৮ টাকা কেজি দরে বিক্রি করছেন। একই বাজারের দোকানদার হান্নান জানান, তিনি সয়াবিন তেল ৯০ টাকা, পাম তেল ৬৫ টাকা এবং সুপার পাম তেল ৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তবে চানখারপুলের অবস্থিত আনন্দ বাজারের বেশিরভাগ ব্যবসায়ী ৯২ টাকা কেজি দরে খোলা সয়াবিন বিক্রি করছেন।

এই বাজারের এক দোকানের কর্মী আকিব জানান, তাদের সয়াবিন তেল ৮৬ টাকা কেনা পড়েছে, সঙ্গে পরিবহনের খরচ আছে। তাই তারা প্রতি কেজি ৯০/৯১ টাকায় বিক্রি করেন।

বছরের শুরুতে খুচরা সয়াবিন ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল; কয়েক ধাপে বেড়ে এখন তা ৯০ টাকা।

গত কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা চিনির বাজার এখনও চড়া। কারওয়ান বাজারে পাইকারি বিক্রেতা রাজু জানান, বর্তমানে ৫০ কেজি চিনির বস্তার দাম দুই হাজার ২৩০ টাকা। একমাস আগেও একহাজার ৮৫০ টাকায় বস্তা বিক্রি হয়েছে। রাজুর হিসাবমতে, চিনির কেজি এখন ৪৪ টাকা, যা গত মাসের শুরুর দিকে ৩৫/৩৬ টাকা ছিল। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে পরিশোধক কোম্পানিগুলো লবণের বাড়তি দাম নিতে শুরু করেছে বলে জানান দোকানদার সবুজ। তিনি বলেন, ‘মোটা লবণ ২২ টাকা এবং চিকন লবণ ৩২ টাকা বিক্রি হচ্ছে।’

শুক্রবার অন্য পণ্যের মধ্যে মুরগীর ডিমের ডজন ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে ৯৬ থেকে ৯৮ টাকায় বিক্রি হচ্ছিল। কারওয়ান বাজারসহ ঢাকার অধিকাংশ স্থানেই ডিমের দাম বাড়তি দেখা গেছে। তবে বাজারে আলু, শাকসবজি ও কাচা তরকারির দাম বিগত কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে। হাতিরপুলের ব্যবসায়ী জুনায়েদ আহমেদ জানান, সকালে পেয়াজ ও আলুসহ আরো কিছু তরকারি কিনেছেন তিনি। এসব পণ্যের দাম স্থিতিশীলই মনে হয়েছে তার কাছে। কয়েক সপ্তাহ ধরে গরুর মাংসের কেজি ৩৮০ থেকে ৪০০ টাকায়, খাসি ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ফার্মের মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। এদিকে রসুনের দামও বেশ চড়া। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম প্রতিদিনই অনেকটা হু হু করে বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে রসুনের দাম কেজিতে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর এক বছরে রসুনের দাম বেড়েছে কেজিতে প্রায় দ্বিগুণ। দেমি রসুনের চেয়ে আমদানি করা রসুনের দাম বেড়েছে সবচেয়ে বেশি। প্রতি কেজি আমদানি করা রসুন গতকাল প্রকার ভেদে বিক্রি হয়েছে ১৮০ টাকা থেকে ১৯০ টাকা করে। ব্যবসায়ীরা বলেছেন, রসুনের দাম আরো বাড়তে পারে। কারণ ভারতে এই পণ্যটির দাম বেড়েছে। আর এর উৎপাদনও কাঙ্খিত মাত্রায় হয়নি। ফলে আগামীতে রসুনের দাম নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রকার ভেদে দেশি রসুন বিক্রি হচ্ছে কেজি ১৪০ থেকে ১৫০ টাকা দরে। অন্য দিকে, চীন ও ভারত থেকে আমদানি করা রসুনের কেজি ছিল ১৮০ টাকা থেকে ১৯০ টাকা। গত সপ্তাহেই দেশি রসুন কেজি ১২০ থেকে ১৩০ টাকা এবং আমদানি করা রসুন বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে।