বুধবার, ৮ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

এবার বিশ্বকাপ কাঁপানোর সার্টিফিকেট পেলেন নতুন এক টাইগার! কে সেই টাইগার?



কমলকুঁড়ি স্পোর্টস রিপোর্ট :
tmpphpkeDthB
বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আইসিসি গবেষণায় নামে প্রায় এক মাস আগে। টাইগার ক্রিকেটাররা আইসিসির নজর কেড়ে নিতে পেরেছে বলেই বাংলাদেশকে মডেল হিসাবে ব্যবহার করতে চায় আইসিসি। সে প্রসঙ্গ এবার কিন্তু ভিন্ন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েও আইসিসির বাড়তি গবেষণা মোটেই কম নয়। বৈধতার বিষয়ে যুব এক টাইগারকেও পরীক্ষা নিরীক্ষা করেছে আইসিসি। তাকে যেন বৈধতার সার্টিফিকেট দিয়ে যুববিশ্বকাপে খেলার অনুমতি দিয়েছে আইসিসি। ভেস্তে যায় অফ স্পিনার সঞ্জিত সাহার বিশ্বকাপের স্বপ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বকাপ দল ছিল ১৫ জনের। সবার মাঝেই প্রশ্ন ছিল সাহার যায়গায় এখন কে খেলবে? এই বিষয়টি নিয়েও তাড়া ছিল খোদ আইসিসির। তবে আইসিসি সার্টিফিকেট দিয়েছে মোসাব্বেক হোসেন সানকে। মোসাব্বেককে পরখ করেছে আইসিসির কর্মকর্তারা। পরে তাকে যুব বিশ্বকাপে খেলার অনুমতি দেয় আইসিসি। এখন তিনি টাইগারদের স্কোয়াডে। ২ ফেব্রুয়ারি মাঠে নামতে পারেন নামিবিয়ার বিপক্ষেই। মোসাব্বেক তার ক্রিকেট ক্যারিয়ারে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।  এখন সাহার অভাব পূরণ করার জন্য মাঠে নামতে মুখিয়ে আছেন মোসাব্বেক।
সূত্র : সংগ্রহ