শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সরজমিন কমলগঞ্জ পৌরসভা নির্বাচন-২০১৫



1

কমলকুঁড়ি রিপোর্ট ।।
কমলগঞ্জ পৌরসভা নির্বাচন সুষ্ঠু  ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের শতস্ফুত: অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিশেষ করে পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটারদের অংশগ্রহণ বেশি লক্ষ্যনীয়। 20151230_111515
২৯টি গ্রাম নিয়ে কমলগঞ্জ পৌরসভা গঠিত। কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৩১ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৮৯৯ জন এবং মহিলা ৫ হাজার ৮৩২ জন।
৩০ ডিসেম্বর বুধবার ভোটের দিন ১নং ওয়ার্ডের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনকালে দেখা যায় শান্তিপূর্ণ পরিবেশে একধরনের উৎসব ও আমেজের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। সকাল ৯:৩০ মিনিটে ১১৮২ টি ভোটারের মধ্যে ১৭১টি কাটিং হয়েছে, মোট বুথ ৩টি, বিশেষ ভাবে ১টি দেয়া হয়েছে।
২নং ওয়ার্ডে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০:১০ মিনিটে মোট ১২৮২ ভোটাদের মধ্যে কাটিং হয়েছে ১৯৪টি, বুথ ৪টি।20151230_095754
৩নং ওয়ার্ডে কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে কেন্দ্রে সকাল ১০টায় ১৫১৪টি ভোটারদের মধ্যে কাটিং হয়েছে ৪১০টি, বুথ ৫টি।
৪নং ওয়ার্ডে গোবর্ন্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯:৪৪ মিনিটে ১০৫৫টি ভোটের মধ্যে কাটিং ১৮৭টি, বুথ ৩টা।
৫নং ওয়ার্ডে কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে ১০:৪৬ মিনিটে ১৪২৭ জন ভোটারদের মধ্যে কাটিং হয়েছে ৪০৪টি, বুথ ৪টি।
৬নং ওয়ার্ডে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০:৫৩ মিনিটে ১৩৬৭টি ভোট এর মধ্যে কাটিং হয়েছে ৬৬৬টি, বুথ ৪টা।
৭নং ওয়ার্ডে কমলগঞ্জ সাবরেজিষ্ট্রি কেন্দ্রে বেলঅ ১১টায় ১৫২১টি ভোটের মধ্যে ৬০২টি কাটিং হয়েছে, মোট বুথ ৫টি।
৮নং ওয়ার্ডে সফাত আলী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১১:৩১মিনিটে ১৩৫৭টি ভোটের মধ্যে ৬০৩টি কাটিং হয়, মোট বুথ ৪টি।
এবং ৯নং ওয়ার্ডে রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১:১৫ মিনিটে ৯৮৮ জন ভোটারদের মধ্যে ৩৯৩টি ভোট কাটিং হয়েছে। বুথ ৩টি।
বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন।