সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বিদ্যা ভাণ্ডারি নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট



ডেস্ক রিপোর্ট ।।
নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যান বিদ্যা দেবী ভাণ্ডারি।
  বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার নেপালের পার্লামেন্ট আইনপ্রণেতা বিদ্যা ভাণ্ডারিকে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। এর মধ্যে দিয়ে রাম বরণ যাদবের স্থলাভিষিক্ত হলেন ৫৪ বছর বয়সী বিদ্যা। নেপালের ২৪০ বছরের হিন্দু রাজতন্ত্র ভেঙ্গে যাওয়ার পর ২০০৮ সালে দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রাম বরণ যাদব। বুধবার পার্লামেন্টে বিদ্যা ৩২৭ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী কুল বাহাদুর গুরুং পান ২১৪ ভোট। পার্লামেন্টে ভোটের পর স্পিকার অনসারি ঘারতি মগর বলেন, ‘আমি ঘোষণা করছি যে, বিদ্যা দেবী ভাণ্ডারি নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।’nepal2
 নেপালের কমিউনিস্ট পার্টির প্রয়াত নেতা মদন ভাণ্ডারির স্ত্রী বিদ্যা বেশ অল্প বয়সেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। শুরু থেকেই নেপালের রাজতন্ত্রের ঘোর বিরোধী ছিলেন তিনি।
 ১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনা স্বামীর মৃত্যুর পর দুই সন্তানের জননী বিদ্যা রাজনীতিতে অনেক বেশি সক্রিয় হয়ে ওঠেন এবং স্বামীকে হারিয়ে জনগণের সমমর্তিমাকে পুঁজি করে পার্লামেন্টের সদস্যও নির্বাচিত হন।
 নেপালে রাজতন্ত্রের অবসানের পর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকারী রাম বরণ যাদবের প্রাথমিকভাবে দুই বছর ওই পদে থাকার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির নতুন সংবিধান প্রণয়নে বিলম্ব হওয়ায় তিনি বাড়তি আরও প্রায় পাঁচ বছর দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। অবশেষে গত মাসে নেপালের নতুন সংবিধান প্রণয়ন করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়।
(সংগ্রহ সমকাল)