
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শ্রীমঙ্গল সাতগাঁও এলাকা থেকে হবিগঞ্জের বাহুবলের ৬ ডাকাতকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃত ডাকাতরা হলো- ইমাম হোসেন পিতা মৃত নুর হোসেন, দিপন দেব পিতা মৃত প্রাণেশ দেব, নুর আলী পিতা পিতা মৃত ফজর আলী ওয়াহিদ মিয়া পিতা মৃত হাসেম, বাড়ি নরপতি জিতু মিয়া পিতা পিতামৃত রৌশন আলী রুবেল মিয়া পিতা আরাফাত উল্লা গ্রাম ভাদেশ্বর থানা বহুবল, জেলা হবিগঞ্জ।