শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগর মাছবাজারে আবর্জনার স্তুপ চরম দুর্ভোগে এলাকাবাসী



SAM_0056 copy

॥ আব্দুল হাই ইদ্রিছী ॥
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মাছবাজারস্থ চাতলাপুর লিংক রোডের পাশে দীর্ঘ দিন থেকে  বিশাল ময়লা আবর্জনার স্তুপ জমে থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষন হচ্ছে। চরম দুর্ভোগের শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা ও বাজারে আসা লোকেজন। মারাত্বক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছেন এলাকাবাসী। এখানে একটি জুনিয়র হাই স্কুল ও একটি জামে মসজিদও রয়েছে। আবর্জনায় দখলকৃত সংকীর্ণ সড়কের কারণে যাতায়াতেরও চরম অসুবিধ হচ্ছে। সরজমিনে দেখা যায়, এই রাস্তা দিয়ে যাবার সময় স্কুল ও কলেজের শিক্ষার্থী দুর্গন্ধ থেকে রক্ষা পেতে নাক চেপে ধরে যাচ্ছে। এ সময় এই এলাকার বাসিন্দা এলাকার বাসিন্দা প্রভাষ ডা. আব্দুন নূর ও কলেজগামী মৌলভী বাজার সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী জাহেদা সুলতানা বলেন- রাস্তার পাশে জমে থাকা এই ময়লা-আবর্জনার কারণে এ পথে আমাদের চলাচল করতে খুব সমস্যা হয়। এতে দুর্গন্ধে মাঝে মধ্যে বমি চলে আসে। আমরা দ্রুত এ আবর্জনার স্তুপ অপসা রনের দাবী জানাচ্ছি। এব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনও ও জন প্রতিনিধির কাছে লিখিত আবেদন করা হয়েছে। এসম্পর্কে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা লিখিত অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন, শীঘ্রই বিষয়টি দেখছি। শমশেরনগর ইউপি চেয়াম্যান মোঃ জুয়েল আহমদ বলেন- বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে, আমরা আবর্জনাটা ফেলার কোন জায়গা পাচ্ছিনা। শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।